চলতি বছরে জানুয়ারি মাসে মুক্তি পায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এর পর থেকে এখন পর্যন্ত আর নতুন কোনো ছবি নেই অভিনেত্রীর। গত চার বছরে হাতে গুণে মাত্র চারটি ছবি করেছেন তিনি। তবে কি বিয়ের পর ক্যাটরিনা অভিনয় থেকে বিরতি নিয়েছেন? নাকি একেবারেই সরে যাচ্ছেন।
গত সোমবার (৯ ডিসেম্বর) ছিল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের তৃতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনে এ তারকা যুগল সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। তারা এ মুহূর্তে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। গত কয়েক বছরের দিকে চোখ রাখলে দেখা যাবে ছবির সংখ্যা কমিয়েছেন অভিনেত্রী।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। সে বছরই মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি ‘সূর্যবংশী’। পরবর্তী তিন বছরে একটি করে ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর— ‘ফোন বুথ’, ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’।
ভাববার বিষয়, সেই থেকে ক্যাটরিনা নতুন কোনো ছবি ঘোষণা করেননি। ইন্ডাস্ট্রির একাংশের দাবি— বিয়ের পর পরিবারকেই সময় দিচ্ছেন অভিনেত্রী। এ রকমও শোনা গেছে, ক্যাটরিনা নাকি আবারও অন্তঃসত্ত্বা। তাই তিনি বিরতি নিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। ক্যাটরিনা যে বিরতি নিয়েছেন, তা নিশ্চিত। জানা যাচ্ছে, গত কয়েক বছরে কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। ভিকিরও কাজের ব্যস্ততা ছিল। পাশাপাশি নিজের প্রসাধনী ব্যবসাতেও সময় দিচ্ছেন ক্যাটরিনা। কিন্তু এ মুহূর্তে পরিবারেকে সময় দিতে চাইছেন তিনি।
একটি সূত্র জানায়, ক্যাটরিনা চিত্রনাট্য বাছতে সময় নিচ্ছেন। বড়পর্দায় উপস্থিতির কোনো রকম লক্ষ্যমাত্রাকে সামনে রেখে অভিনেত্রী এগোতে নারাজ। এর আগে শোনা গিয়েছিল, ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাটের সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ। তবে এই ছবিটি আদৌ তৈরি হবে কিনা, তা নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাই ক্যাটরিনাকে আবার কবে বড়পর্দায় দেখতে পাবেন দর্শকরা, সেটিই দেখার বিষয়।