ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেরাইদ এলাকায় ৭ কিমি রাস্তার কাজ শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি আরও ১৯ কিমি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। শুক্রবার (২৫ এপ্রিল) উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে নগরায়নের আওতায় আনা হচ্ছে। অপরিকল্পিত বাড়িঘর ও সংকুচিত রাস্তাগুলো চিহ্নিত করে প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পুরনো ও নতুন এলাকার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পুরনো এলাকায় মাঠ, পার্ক ও ফুটপাত দখল হয়ে আছে, যেগুলো আমরা উদ্ধার করছি। আর নতুন ১৮টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, ফুটপাতসহ মৌলিক অবকাঠামো নির্মাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেরাইদে রাস্তার আবেদনগুলো যাচাই করছি। জনগণের উপকার হলে তবেই রাস্তা নির্মাণ করা হবে।’

চলমান কাজে অনিয়মের প্রসঙ্গে তিনি জানান, কিছু জায়গায় ত্রুটি পাওয়া গেছে, ঠিকাদারকে তা নিজ খরচে ঠিক করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘ওষুধ ছিটানো ঠিকমতো হচ্ছে কি না তা তদারকিতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে।’

হোল্ডিং ট্যাক্স বিষয়ে তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে কর মেলার আয়োজন করা হবে। নতুন এলাকায় শুধু গৃহকর নেওয়া হবে, অন্য কোনও কর নয়।

পরিদর্শনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews