১৭ বছরের দাম্পত্যজীবন উপভোগ করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সেলিব্রেটি বলে কথা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই দর্শক ও  ভক্তদের মধ্যে। নেটিজেনরাও অনেক সময় সমালোচনায় মেতে উঠেন। 

এবার বিতর্ক নাম পদবি নিযে।  নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে ‘রাই’ পদবিতে ফিরে গেছেন ঐশ্বরিয়া। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। 

শোনা যাচ্ছে, শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। বছর দুয়েক ধরে বিস্তর জল্পনা গোটা বচ্চন পরিবার নিয়ে। যদিও তারা নীরব। এ নিয়ে তাদের মধ্যে কারও কোনো অভিযোগ নেই। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো সাফাই দেননি তারা। কিন্তু এবার অবশ্য অভিষেক জানালেন স্ত্রী ঐশ্বরিয়ার উপদেশেই এমনটি করেছেন।

তার ও ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে, তাতে নীরবতাকেই কেন ঢাল করেন অভিষেক?—একটি গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনো সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে।  তিনি বলেন, কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি— আমার জীবন যারা বাঁচাচ্ছেন না, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই। 

অভিষেক বলেন, সবাইকে খুশি করার দায় তার নেই। নিজেই এ কথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বরিয়া বলার পর থেকে। অভিনেতা বলেন, আমার স্ত্রী আমাকে বলেছে— চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভালো সেটি গ্রহণ করতে হবে। এটি ওর থেকেই শেখা। 

ঐশ্বরিয়ার শেখানো পথেই এগোচ্ছেন অভিনেতা। তাই বাইরে যে যা-ই বলুক, ভেতরে ভেতরে তাদের সম্পর্ক যে পোক্ত রয়েছে, সেটাই জানিয়ে দিলেন অভিষেক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews