পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকছে বাঙালি খাবারের আয়োজন ও বৈশাখী মেলা।
১৪ এপ্রিল সকাল থেকেই অতিথিদের জন্য দিনটি শুরু হবে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে ভরপুর কর্মসূচির মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেসপেইন্ট ও বাউল গানের আসর। স্পেশাল মূল্যে থাকছে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন। দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফের আয়োজন থাকছে। একই সাথে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গানের আয়োজন। গানের আয়োজন চলবে রাত ৯টাপর্যন্ত। সাথে থাকবে বাঙালি খাবারের বুফে আয়োজন। দিনভর চলবে মেহেদি, চুড়ির মেলা, রঙিন ফটো বুথ, হাওয়াই মিঠাই, বায়স্কোপসহ আরও অনেক আয়োজন।