অশ্লীল ভিডিও কলের হাত থেকে ব্যবহারকারীদের বাঁচাতে নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনো উপায় থাকে না।

কিন্তু নতুন ফিচারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভিডিও কল গ্রহণ করার আগে ক্যামেরা বন্ধ করার অপশন পাবেন। এটি ব্যবহারকারীদের ভিডিও কল রিসিভ করার সময় ভেবেচিন্তে রিসিভ করার সুবিধা দেবে। সেইসঙ্গে সঙ্গে গোপনীয়তাও বজায় রাখবে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিও কল করার সময় একটি নতুন “Turn off your video” অপশন দেখতে পাবেন। এই বাটনে ট্যাপ করলেই ক্যামেরা অফ হয়ে যাবে এবং ব্যবহারকারী শুধু ভয়েস মোডে কল ধরতে পারবেন। এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ নতুন সংস্করণে আপডেট করতে হবে।

এছাড়াও, ক্যামেরা বন্ধ করার সময় হোয়াটসঅ্যাপে “Accept without video” অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারটির সুবিধা হলে, ব্যবহারকারী যদি চায়, ভিডিও কলে তাকে না দেখা যাক, এখন সেটাও করা যাবে। এই ফিচারটি কিছু জনের কাছে বড় কোনো সুবিধা নাও হতে পারে, আবার কিছু জনের কাছে বেশ কার্যকর ফিচার হতে পারে। তবে এই নতুন ফিচার সেক্সটর্শন ও প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য যে ভালো পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews