‘ব্যস, এটুকুই। আর কিছু জিজ্ঞেস করলেন না। অটোগ্রাফও চাইলেন না। আমি আরও অবাক হয়ে গেলাম। নামার সময় নিজেই ওনার সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়ালাম। আমি তখন ভেবেছি, এটা ওনার জন্য একটা দারুণ ঘটনা হবে। অথচ, সেটা আমারই জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে গেল। করমর্দন করতে করতে বললাম, “আপনার সঙ্গে ভ্রমণ করে ভালো লাগল। আমি অমিতাভ বচ্চন। বলিউড সুপারস্টার।”
‘ভদ্রলোকও আমার সঙ্গে করমর্দন করতে করতে বললেন, “আমারও খুব ভালো লাগল। আমি জে আর ডি টাটা (জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান। রতন টাটার দূরসম্পর্কের চাচা হন। তিনি–ই রতন টাটাকে ১৯৯০ সালে টাটা গ্রুপের সম্পদ ও দায়িত্ব হস্তান্তর করেন।)।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews