‘ব্যস, এটুকুই। আর কিছু জিজ্ঞেস করলেন না। অটোগ্রাফও চাইলেন না। আমি আরও অবাক হয়ে গেলাম। নামার সময় নিজেই ওনার সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়ালাম। আমি তখন ভেবেছি, এটা ওনার জন্য একটা দারুণ ঘটনা হবে। অথচ, সেটা আমারই জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে গেল। করমর্দন করতে করতে বললাম, “আপনার সঙ্গে ভ্রমণ করে ভালো লাগল। আমি অমিতাভ বচ্চন। বলিউড সুপারস্টার।”
‘ভদ্রলোকও আমার সঙ্গে করমর্দন করতে করতে বললেন, “আমারও খুব ভালো লাগল। আমি জে আর ডি টাটা (জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান। রতন টাটার দূরসম্পর্কের চাচা হন। তিনি–ই রতন টাটাকে ১৯৯০ সালে টাটা গ্রুপের সম্পদ ও দায়িত্ব হস্তান্তর করেন।)।”