যুগান্তরের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ‘যুগান্তর পত্রিকায় অফিশিয়াল নিয়োগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি ও ভ্রাম্যমাণ প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে।
ভুয়া বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে যুগান্তর কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের বিজ্ঞপ্তির ফাঁদে পা না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হচ্ছে।
যুগান্তর অনলাইন এডিটর হাসান শরীফ বলেন, যুগান্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। ‘যুগান্তর পত্রিকায় অফিশিয়াল নিয়োগ’ নামে ফেসবুক পেজটি ভুয়া। যুগান্তরের এ ধরনের কোনো পেজ নেই। এ ছাড়া যুগান্তর কখনো মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করে না।
যুগান্তর এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উল্লেখ করে হাসান শরীফ এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তির ফাঁদে পা দিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র যুগান্তর প্রিন্ট, অনলাইন ভার্সন ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় বলে জানান তিনি।
যুগান্তরের ভেরিফায়েড ফেসবুক পেজটি দেখতে ক্লিক করুন