ধানমন্ডির বড় হার, জয়ে ফিরল গুলশান ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে স্বস্তির জয় পেয়েছে দলটি। আগে ব্যাট করে রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান। জবাবে গুলশান ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

রূপগঞ্জের হয়ে অমিত মজুমদার ১০৮ বল খেলে ১০ চার ও ১ ছক্কায় করেন ৮৮ রান। এছাড়া আরিফুল হকের ৪০ ও আল আমিন জুনিয়রের ২৮ রানে দলটি সম্মানজনক স্কোর পায়। গুলশানের হয়ে আসাদুজ্জামান পায়েল ৫৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তার সঙ্গে নিহাদুজ্জামান ৪৫ রানে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে গুলশানের দুই ওপেনার মিলে গড়েন ৯৫ রানের ভিত্তি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ৪০ রান। এরপর জাওয়াদ আবরার ৭৫ বলে ৯ চারে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। খালিদ হাসান (৪৩), নাঈম হাসান (২১), ইফতেখার হোসেন ইফতি (২৫*) ও হাবিবুর শেখ মুন্না (২৪*) সহজেই জয় এনে দেন গুলশানকে। রূপগঞ্জের হয়ে মাহমুদুল হাসান ৩টি ও ফরহাদ হোসেন নেন ১ উইকেট।

অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগের ম্যাচে গাজী গ্রুপের কাছে ১৭৫ রানে বিধ্বস্ত হওয়ার পর এবার সাভারের বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের কাছে হেরেছে ৫ উইকেটে।

টস হেরে ব্যাট করতে নেমে ধানমন্ডি ৩৩.৫ ওভারে অলআউট হয় মাত্র ১১৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে মঈন খানের ব্যাটে। নুরুল হাসান করেন ২২, সানজামুল ১৮ ও জাকিরুল ১৯ রান। অগ্রণীর হয়ে রবিউল হক ১৪ রানে ৪ উইকেট নিয়ে ধস নামান, দুই উইকেট করে নেন আরিফ আহমেদ ও তাইবুর রহমান।

রান তাড়ায় শুরুতে ২৬ রানে ৩ উইকেট হারালেও মার্শাল আইয়ুবের ৫১ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে অগ্রণী ব্যাংক। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। দুই জয় পাওয়া ধানমন্ডি নেমে গেছে সাত নম্বরে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews