কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে ২০-৩০ জনের একটি দল। মঙ্গলবার সকাল ৬টার দিকে ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিতে দেখা যায় যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’—এমন একটি ব্যানার বহন করে মোনাফ সিকদারের নেতৃত্বে সরকারের পক্ষের স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সুগন্ধা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোনাফ সিকদার। এরপরই মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, মিছিলটি যে সময়ে হয়েছে, তখন টহল পুলিশ থানায় ফিরে গিয়েছিল। সেই সুযোগে তারা মিছিল করেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews