সাত মাস ঠিকানাবিহীন থাকার পর মন্তেরেইয়ে পাড়ি জমানোর পর সময়টা দারুণ কাটছিল সের্হিও রামোসের। কিন্তু ক্ষণিকের মেজাজ হারানোয় লাল কার্ডের শাস্তি পাওয়ার পাশাপাশি এখন সমালোচনাও শুনতে হচ্ছে বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে।

রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক ও অধিনায়ক এবং অনেক সাফল্যের নায়ক রামোস ২০২১ সালে প্রিয় ঠিকানা ছেড়ে যোগ দেন পিএসজিতে। এরপর ফিরে যান সেভিয়ায়। তবে শৈশবের ক্লাবের সঙ্গে ২০২৪ সালে চুক্তি ভঙ্গের পর সাত মাসের মতো কোনো ক্লাবে যোগ দিতে পারেননি তিনি।

সেই অনিশ্চয়তা মুছে গত ফেব্রুয়ারিতে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ে যোগ দেন রামোস এবং দ্রুতই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। দলটির হয়ে পাঁচ ম্যাচে করেন তিন গোল।

কিন্তু লিগা এমএক্সে বাংলাদেশ সময় সোমবার ভোরে পুমাসের বিপক্ষে ম্যাচে তেতো অভিজ্ঞতা হলো ৩৮ বছর বয়সী ফুটবলারের। যোগ করা সময়ে সাইডলাইনের কাছে বল দখলের লড়াইয়ে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মেরে বসেন রামোস। তাতেই বহিষ্কার হন তিনি। ম্যাচটি অবশ্য ৩-১ গোলে জিতেছে তার দল।

রিয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগা সহ অনেক ট্রফি জয়ী রামোসের ক্যারিয়ারে লাল কার্ড দেখার ঘটনাও কম নয়। সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্যারিয়ারেই ২৬ ম্যাচে বহিষ্কার হয়েছেন তিনি, এর মধ্যে রেকর্ড ২০ বার লা লিগাতেই।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews