রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে নিমন্ত্রণপত্র করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে তিনি মোদিকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়াও তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।

রুদেঙ্কো জানিয়েছেন, শুধু পুতিনই নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে।

মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেটি ছিল তার প্রায় ৫ বছর পর রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews