এ সপ্তাহেই আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুকুমান প্রদেশের একটি ক্লিনিকে চারজন লোক মারা গিয়েছিলো। তবে সে সময় তাদের মৃত্যুর কারণ জানাতে পারেননি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। তবে শনিবার (৩ সেপ্টেম্বর) তাদের পক্ষ থেকে জানানো হয়, ফুসফুসের অপেক্ষাকৃত বিরল ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেই এমন ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজোট্টি সাংবাদিকদের বলেন, এই চারজনের মধ্যে লিজিওনারিসকে ডাবল নিউমোনিয়ার (ফুসফুসে উভয় অংশ সংক্রমিত) অন্তর্নিহিত কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যারা উচ্চ জ্বর, শরীরে ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিল।

সান মিগুয়েল ডি টুকুমান শহরের একটি ক্লিনিকে সোমবার থেকে এই চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ, শনিবার সকালে অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা সহ ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  ৭০ বছর বয়সী নারী যিনি ক্লিনিকে অস্ত্রোপচার করেছিলেন তিনিও এই নিউমোনিয়ায় মারা যান।

প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আরও সাতটি লক্ষণীয় সংক্রমণ শনাক্ত করা হয়েছে, সবগুলোই একই প্রতিষ্ঠানের এবং প্রায় সকলেই ক্লিনিকের কর্মী।

শনিবার (৩ সেপ্টেম্বর) প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী লুইস মেদিনা রুইজ বলেন, এই সাতজনের মধ্যে ‘চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে তিনজনকে শ্বাসযন্ত্রের সহায়তা দেয়া হচ্ছে এবং তিনজন কম জটিল ক্লিনিকাল লক্ষণ সহ বাড়িতে নজরদারির অধীনে রয়েছেন।’

মার্কিন শহর ফিলাডেলফিয়ায় আমেরিকান লেজিওন ভেটেরান্স গ্রুপের ১৯৭৬ সালের সভায় প্রথম দেখা দেওয়া এই রোগটি দূষিত পানি বা অপরিষ্কার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে।

যখন টুকুমানে প্রাদুর্ভাব প্রথম শনাক্ত করা হয়েছিল, তখন ডাক্তাররা কোভিড -১৯, ফ্লু এবং হান্টাভাইরাসের জন্য আক্রান্তদের পরীক্ষা করেছিলেন, এতে তারা এই ধরণের রোগের ধারণা বাতিল করে দেন।

পরে নমুনাগুলি বুয়েন্স আয়ার্সের মর্যাদাপূর্ণ মালব্রান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় এটিকে ‘লিজিওনারিস’ রোগ নির্দেশ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews