ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ রায়ে প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন দুই আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু।



শনিবার (১৬ মার্চ) হাইকোর্টের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবী আজিজুর এ কথা জানান। তিনি আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মোর্শেদ অমর্ত্য ইসলাম ও মেফতাউল ইসলাম জিওনের পক্ষের আইনজীবী।







প্রতিক্রিয়ায় আজিজুর রহমান দুলু বলেন, আবরার ফাহাদ হত্যা মামলায় যে রায় পড়ে শোনানো হয়েছে, তাতে সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের রায় আগের মতোই বহাল রেখেছেন হাইকোর্ট ডিভিশন। আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসেবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ন্যায় বিচার পাইনি।

কেন আপনি সংক্ষুব্ধ এই প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি যাদের পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে মোর্শেদ অমর্ত্য ইসলামের নাম এজাহারে ছিল না। তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য, অর্থাৎ তাদের জবানবন্দীতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এবং তার বিরুদ্ধে একটিও ইনক্রিবিডিং এভিডেন্স নেই। এই কারণে আমি মনে করছি যে, ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আশা করি আপিল বিভাগ বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন।

তিনি আরও বলেন, আমরা হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর পরই আমরা আপিল বিভাগে আপিল করবো।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫

এসসি/এমজে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews