পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিকাল চার টায় বোদা মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুক প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান সহ উপজেলা বিএনপির দশটি ইউনিয়ন ও বোদা পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক গণ। এছাড়াও যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সৎ, নির্ভীক এবং দূর্নীতি বিরোধী আদর্শকে বুকে ধারণ করে আমাদের নেতাকর্মীদের এগোতে হবে। জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকী তে আমাদের শপথ হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার।

আলোচনা শেষে জিয়া স্মৃতি পাঠাগার এর ব্যবস্থাপনায় বই মেলার উদ্বোধন করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিলে নেতাকর্মীরা অংশগ্রহণ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews