নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার র‌্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে বৃহস্পতিবার ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি জহিরুল ইসলাম আড়াইহাজার থানার বাজবি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে আসামি জহিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই মামলায় মৃত্যুদ- প্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক থাকার পর জহিরুল ইসলামকে ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হন্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews