চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠকে সোহানুর রহমান রোকন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার চরলক্ষ্য চৌ-রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে। সে উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রোকনের পিতা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম। বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মাথায় ছুরিকাঘাত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে। এঘটনায় মামলা করা হবে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, রোকন উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। তার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সে ছাত্রদলের রাজনীতি করত বলে এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছে। আমরা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews