পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। তবে লাহোরের স্কোয়াডে থাকা বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন উদ্বোধনী ম্যাচের একাদশে সুযোগ পাননি।

উদ্বোধনী ম্যাচে টস জিতে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচ। 

দলের একমাত্র লেগ স্পিনার হওয়ায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল রিশাদের। তবে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাড়তি পেসার নিয়ে দল সাজিয়েছেন। আর তাতে টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন রিশাদ।

লাহোর কালান্দার্স

ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড উইজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।

ইসলামাবাদ ইউনাইটেড

অ্যান্ড্রিস গাউস, সাহেবজাদা ফারহান, কলিন মুনরো, সালমান আগা, আজম খান, শাদাব খান (অধিনায়ক), জেসন হোল্ডার, মুহাম্মদ শাহজাদ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ ও রাইলি মেরেডিথ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews