কিন্তু লড়াইয়ে শুধু এই তিন দলই আছে এমন নয়। সেরা পাঁচে থাকার দৌড়ে আছে চেলসি ও অ্যাস্টন ভিলাও। ৩৩ ম্যাচ শেষে ছয়ে থাকা চেলসির পয়েন্ট ৫৭, আর এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলাও সমান ৫৭ পয়েন্ট নিয়ে আছে সাতে।
অর্থাৎ তিনে থাকা সিটির চেয়ে এই দুই দল মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে। ফলে সামান্য উনিশ–বিশ পারফরম্যান্সেই সেরা পাঁচের লড়াই নিতে পারে রোমাঞ্চকর মোড়। তাই শেষ পর্যন্ত লিভারপুল ও আর্সেনালের সঙ্গী হিসেবে কোন তিন দল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে, সেটা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।