ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে রাশেদা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন৷ এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাশেদা বেগম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বুলসুমা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনিবাস একটি মাহিন্দ্র ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় রাশেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে। এছাড়াও পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।