একসময় উদ্দাম প্রেম ছিল বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের। বাস্তবের সেই রসায়ন চুঁইয়ে পড়ত রুপালি পর্দাতেও। তাদের ‘মোহরা’ সিনেমার ‘টিপ টিপ বরসা পানি’ সবচেয়ে ভালো উদাহরণ ছিল। যদিও সেই প্রেম পূর্ণতা পায়নি। রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাদানির ঘরনি। অন্যদিকে অক্ষয় কুমারও সাত পাকে বাঁধা পড়েন শক্তিমান অভিনেতা রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কল খান্নার সঙ্গে।

কিন্তু মুছবো বললেই কি পুরোনো প্রেম এত সহজে মোছা যায়, না কি ভোলা যায়? বলিউডে আজও ফিসফাস, প্রেম রয়েই গেছে অক্ষয়-রাভিনার মধ্যে। যার চিহ্ন নাকি বহন করছেন অক্ষয়পুত্র আরভ, রাভিনাকন্যা রাষা! কিন্তু কীভাবে?

দুই তারকা সন্তানের নামে দুই তারকার নামের অক্ষর জড়ানো। অনেকেরই দাবি— আরভের ‘র’ অক্ষরটি নাকি রাভিনার থেকে নেওয়া। একইভাবে রাষার ‘ষ’-এ সম্ভবত অক্ষয়ের ছায়া। বিষয়টি আবিষ্কারের পর থেকেই বলিউডে কানাকানি শুরু। আবার নতুন করে চর্চা অক্ষয়-রাভিনার প্রেম নিয়ে। 

জানা গেছে, একসময় বাগদান হয়ে গিয়েছিল তাদের। তার পর কখনো শিল্পা শেঠি কখনো আয়েশা জুলেখার সঙ্গে নাম জড়ায় অক্ষয়ের। সেই গুঞ্জন কানে যেত রাভিনার। শুটিং থামলেই সেটের এক কোণে বসে নাকি চোখের পানি ফেলতেন তিনি!

অবশেষে বিচ্ছেদ, আর পর্দা শেয়ার করেননি তারা কখনো। সম্প্রতি এক অনুষ্ঠানে দীর্ঘ বছর পর মুখোমুখি দুজনে। দুই তারকার অনুরাগীদের দাবি— সৌজন্য সাক্ষাতেও অতীত রসায়নের ছায়া ছিল পুরো মাত্রায়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews