৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থীর কোটা রয়েছে, তাদেরকে বৃহস্পতিবার ‘সকালের মধ্যে’ অনলাইনে কোটার সনদ জমা দিতে বলেছে সরকারি কর্ম কমিশন— পিএসসি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী', শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সনদ বা প্রত্যয়নপত্রের ‘সফটকপি’ অনলাইনে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত গুগল ফরমের লিংকে (https://forms.gle/cBMPQKMM1F6x5ILE6) গিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার মধ্যে সনদ জমা দিতে বলা হয়েছে।

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী মাসের প্রথম ভাগে শুরু করার কথা বলছে পিএসসি।

তবে যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি, বা ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন, তাদের মৌখিক পরীক্ষা ওইসব পরীক্ষার একমাস আগে বা পরে নেওয়া হবে। এজন্য এ ধরনের প্রার্থীদের তথ্য চেয়েছে কমিশন।

৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি।

ওই রোডম্যাপ অনুসারে, ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৫৫৮ প্রার্থী। আগামী ১০ ডিসেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ঘোষণা এসেছে কমিশনের রোডম্যাপে।

রোডম্যাপ অনুসারে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৮ ডিসেম্বর।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews