নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর রুয়েল রিছিল (২৮) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সোমেশ্বরী নদীর ফারাংপাড়া জিরো পয়েন্ট অংশে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। 

এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে একই স্থানে নিখোঁজের ঘটনা ঘটে। রুয়েল রিছিল দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক অনুত সাংমার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়ে যায় সোমেশ্বরী নদীর পানি। পরবর্তীতে পানি কমতে থাকলে গত মঙ্গলবার বিকেলে রুয়েল চার বন্ধুসহ নদীতে মাছ ধরতে নামে। একপর্যায়ে বালু উত্তোলনের গর্তে পড়ে গেলে তার চিৎকাররে তিন বন্ধু উদ্ধারে এগিয়ে গিয়ে তারাও ডুবে যায়।

এ সময় নদীর পাড় থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও রুয়েলকে উদ্ধার করতে পারেনি। পরের স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়।

দুদিন উদ্ধারকাজ চালালেও রুয়েলকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থলেই রুয়েলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। নিহত রুয়েলের বাবা অনুত সাংমা বলেন, ছোট একটা বাচ্চা রেখে আমার ছেলের বউ কিছুদিন আগে মারা গেলো। এখন ছেলেটাও নাই। আমার আর কিছুই রইলো না। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল চেষ্টা করেছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আশিক 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews