হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ১৩ মার্চ আচমকা পিকেল বল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ভাগ্যশ্রী। গুরুতরভাবে জখম হয়েছেন। ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিনেত্রীর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন অনেকে। বলিউডজগতের সঙ্গে এখন তিনি সেইভাবে যুক্ত না থাকলেও ভাগ্যশ্রীর ভক্ত–অনুসারী যে নেহাত কম নয়, তা মন্তব্য দেখলেই স্পষ্ট। নেট–দুনিয়ায় অনেকে বলছেন, ভাগ্যশ্রীর ভাগ্য ভালো যে একটুর জন্য চোখ বেঁচে গেছে।