জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বললেন, দেশে সিঙ্গেল মাদার হওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করেন তিনি। বাঁধন ২০১৭ সালে নিজের সন্তানের অভিভাবকত্বের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং ২০১৮ সালে সেই অভিভাবকত্ব পান।

তিনি বলেন, "আইন তখনও ১৮৯০ সালের, যেখানে বলা হয়েছে যদি পিতা জীবিত থাকেন, তবে তিনিই সন্তানের অভিভাবক হবেন। এই আইন অনুযায়ী আমাকে অনেক বড় লড়াই করতে হয়েছে। তবে আজ আমি এবং আমার মেয়ে অনেক স্থিতিশীল জীবন যাপন করছি।"

বাঁধন জানান, তার মেয়ে বর্তমানে ১৪ বছর বয়সী এবং এখন সে-ই মায়ের মতো আচরণ করে। তিনি বলেন, "আমার কী পড়া উচিত, কী পরা উচিত— সবকিছু ও ঠিক করে দেয়। এমনকি আমি যখন মানসিকভাবে ভালো থাকি না, তখন ও-ই আমাকে শক্তি জোগায়।"

বাঁধন খোলাখুলি জানান, তার দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। "আমার ক্রনিক ডিপ্রেশন এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। ১৯ বছর বয়স থেকে আমাকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে।"

সিঙ্গেল মাদার হিসেবে পথ চলাটা কতটা কঠিন—এ নিয়ে বাঁধন বলেন, "আমাকে এবং আমার মেয়েকে অনেক সংগ্রাম করতে হয়েছে। বহু কষ্ট, অপমান আর সামাজিক চাপে পড়ে এই জায়গায় পৌঁছেছি।"

তিনি আরও জানান, অনেক নারী তাকে ফোন করে নিজের সমস্যার কথা বলেন। কেউ বলেন স্বামী নির্যাতন করছে, কেউ বলেন সন্তান নিয়ে কষ্টে আছেন। বাঁধনের ভাষায়, "এই সমাজে আমরা যদি একে অপরকে সাহস না দিই, তবে কেউই এগিয়ে যেতে পারবে না। আমি শুধু একটা কথাই বলি—হাল ছাড়ো না।"

সমাজে প্রতিবাদী ও সংগ্রামী নারীদের এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে ভালোবাসা, সম্মান এবং সাহস দিয়ে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। বাঁধনের ভাষায়, “মানুষ এখনো ভালোবাসতে জানে। এটাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।”

ভিডিও দেখুন: https://youtu.be/TsV9exMvxcc?si=NlJ8HvPd2KGYn74H



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews