জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ-এনবিএ-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫।  শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

অনুষ্ঠানে এনবিএ প্রেসিডেন্ট ডা. সাকলায়েন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিনিধি তাওহীদ হাওলাদার, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুজফ্ফর উদ্দিন সিদ্দিক, এনবিএ প্রধান উপদেষ্টা জাভেদ কারদার।

এনবিএর এই আয়োজন অংশ নিয়ে বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছেন সংবাদ উপস্থাপকরা। বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews