ডব্লিউডব্লিউডিসি ইভেন্টটি অ্যাপলসংশ্লিষ্ট প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য হলেও এতে নানা সময়ই পণ্যের নতুন সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিপ্লব কীভাবে ঠেকানো সম্ভব এমন প্রশ্নের মধ্যেই কোম্পানিটির সবচেয়ে বড় সফটওয়্যার ইভেন্টের ঘোষণা দিয়েছে অ্যাপল।
৯ জুন তাদের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি ২০২৫ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
যথারীতি একটি মূল উপস্থাপনার মধ্যদিয়ে শুরু হবে এ আয়োজন, যেখানে নিজেদের সফওয়্যারের সর্বশেষ বিভিন্ন আপডেট দেখাবে আইফোন নির্মাতা কোম্পানিটি।
অ্যাপল বলেছে, কোভিড মহামারীর পর থেকে বেশিরভাগ ইভেন্ট অনলাইনে আয়োজন করেছে তারা। তবে মূল বক্তব্য দেখার জন্য ৯ জুন ‘অ্যাপল পার্কে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন’ও করবে কোম্পানিটি।
গত বছর ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে নিজেদের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সঙ্গে পরিচয় করিয়েছিল কোম্পানিটি। অ্যাপলের এই এআই টুলের মধ্যে রয়েছে একটি ইমেজ জেনারেটর ও সিরি-এর একটি নতুন রূপ।
এআই বিপ্লবের ক্ষেত্রে কিছুটা দেরিতে সাড়া দিলেও চ্যাটজিপিটি’সহ নতুন এআইনির্ভর পণ্য নিয়ে আসায় ওই সময় অ্যাপল প্রশংসিত হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তবে সেই সময়ের মধ্যে এখনও পর্যন্ত এসব এআইনির্ভর পণ্যের কেবল কয়েকটি বাজারে এনেছে অ্যাপল। অ্যাপল ঘোষণা করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের এআইনির্ভর আরও কিছু পণ্য বাজারে আসতে দেরি হতে পারে। এগুলো বাজারে আসার নির্দিষ্ট কোনও তারিখ নেই।
ধারণা করা হচ্ছে, নিজেদের পণ্যে এআই আপডেটের পাশাপাশি তাদের অপারেটিং সিস্টেমের অন্যান্য বিভিন্ন পরিবর্তনও এ ইভেন্টে তুলে ধরবে অ্যাপল।
ডব্লিউডব্লিউডিসি ইভেন্টটি অ্যাপলসংশ্লিষ্ট প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য হলেও এতে নানা সময়ই পণ্যের নতুন সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি। প্রথম আইফোনও এসেছিল ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে। এ বছর অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে এটি।
এ বছরের ইভেন্টে আইফোনের ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। অ্যাপলের ভিশন প্রো হেডসেটটিকে আরও স্বচ্ছ করতে এর চেহারায় নাটকীয় পরিবর্তন আনতে পারে অ্যাপল।
২০২৩ সালের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ভিশন প্রো হেডসেটটি উন্মোচন করেছিল কোম্পানিটি।