জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্বশাখার উদ্যেগে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। 

মঙ্গলবার (৮ জুলাই) নগরীর রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই সভায় জার্মান বিএনপির অঙ্গসংগঠনের সব নেতাকর্মীসহ সুইজারল্যান্ড থেকে আগত নেতারাও যোগ দেন। 

সংগঠনের সদস্য সচিব মো. ইব্রাহীম সরোয়ারের সঞ্চালনায় কোরআন তেলওয়াত, জাতীয় ও  দলীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুহেব আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার,  জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, সাবেক সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, সাবেক সহ-সভাপতি আবু হনিফ, জার্মান বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন টিপু, বার্লিন বিএনপির সাবেক সভাপতি  হামিদুল ইসলাম হেলাল, বার্লিন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বার্লিন বিএনপির সদ্য সাবেক সভাপতি জসিম সিকদার, সাধারণ সম্পাদক বাবুল বেপারি, বার্লিন মহানগর বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক নূর চৌধুরী জিয়া ও জার্মান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদসহ, শীর্ষ নেতা নিজাম দোকানদারসহ প্রমূখ। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন আহমদ শাহীন বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। শুধু দেশে নয় প্রবাসেও সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে এগিয়ে আসতে হবে।  

তিনি বলেন, এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা। বক্তব্যে তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন বলে জানান।

সভার প্রধান বক্তা সেলিম হোসেন বলেন,  এই ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সমন্বিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা—যা জনগণের মৌলিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবিক শাসনের ভিত্তি স্থাপন করবে। তিনি দফাগুলোর মধ্যে প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জার্মান স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, দলের ১নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকের হোসেন,যুগ্ম আহবায়ক আহমেদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো:শরীফুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন আলিফ, যুগ্ম আহ্বায়ক মো: ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল জক মিশু, যুগ্ম আহ্বায়ক মো: ইশতিয়াক হোসেন, যুগ্ম আহ্বায়ক তানজিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিন ইয়ামিন খোকা, যুগ্ম আহ্বায়ক রাফিউর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, জার্মান জাতীয়তাবাদী যুবদল নেতা আনহার মিয়া, আব্দুল হান্নান রুহেল, একরাম হোসেন, আব্দুর শহীদ, সোহেল চৌধুরী, আসিফ আহমেদ, হাসিবুল ইসলাম, আরিফ আহমেদ,  তারেক চৌধুরী, আবু তাহের, তানজিল, মো: জাবেদ আহমেদ, বেলাল খান, শাহীন, শাকিল সহ আরো অনেকে। 

সভায় আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জার্মান স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি সাঈদুর রহমান সাঈদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে জুলাই আন্দোলন হতাহতদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজনে গান করেন সাগর, আনিকাসহ বেশকয়েকজন প্রবাসী শিল্পী।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews