পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। আজ জুম্মার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথা বলেছেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন হায়দ্রবাদের সংসদ সদস্য।

টুইটারে এক ভিডিওবার্তায় ওয়াইসি বলেছেন, ‘কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি—বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পাহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।’

ভিডিওতে নরেন্দ্র মোদির ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওয়াইসি। একই সঙ্গে আর্টিকেল ৩৭০ এর সমালোচনা করেছেন। পাহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন হায়দ্রবাদের এমপি। তিনি বলেছেন, ‘এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদী সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’



আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।

আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালায়। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানের মদদপুষ্টু সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews