বঙ্গভবন লাগোয়া ঠিক দক্ষিণ-পূর্ব চত্বরে ইত্তেফাক মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্স আছে। সেখানে ‘ট্রাফিক আইন মেনে চলুন’ লেখা আছে। কিন্তু সে মোড়ে যানবাহনগুলোকে কখনো ট্রাফিক আইন খুব একটা মানতে দেখা যায় না। তাই, দিন-রাত বঙ্গভবনের মোড়ে অসহনীয় যানজট লেগে আছেই। অথচ, পুলিশ বক্সে পুলিশ বসে বসে গল্প গুজবে মত্ত ও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এছাড়া গোল চত্বরে ২/১ জন পুলিশ দাঁড়িয়ে অথবা ২/১ খানা চেয়ার পেতে বসে থাকতে কদাচিত দেখা যায়। পুলিশ বক্স চত্বরের সাথেই আছে একটি পুলিশ সেড/ছাতা। যাতে দাঁড়িয়ে যানবাহনে ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেয়া যায়। সেখানে তেমন কাউকে কর্তব্যরত দেখা যায় না। মনে হয়, তাদেরকে তদারকি করতে কেউ নেই। তাতে দুঃসহ যানজট সৃষ্টি হয় এবং আরোহীদের যন্ত্রণার সীমা থাকে না। লোকজন-পথচারী হাঁটারও কোনো উপায় থাকে না। যদি বঙ্গভবন লাগোয়া এ পয়েন্টে এ অবস্থা ও রাস্তার বেহাল দশা দেখা যায় তাহলে সারাদেশের সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে যে কী অবস্থা তা সহজেই অনুমেয়। লক্কড়-ঝক্কড়-ফিটনেস বিহীন গাড়ি তো রাস্তায় আছেই। রাস্তায় চলাচল অনুপযোগী এ গাড়িগুলো চলছে, কিন্তু কোনো কর্তৃপক্ষের তাতে বিকার নেই। এই অবস্থা চলতে পারে না।

মো. আবু বকর
মামুন ম্যানশন, ৫২/২, টয়নবি সার্কুলার রোড, ঢাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews