টাঙ্গাইল জেলা শহরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজিচালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায় প্রদীপ পাল ঢাকা পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো: সৈকত হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews