বাংলাদেশ থেকেই মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বৈশ্বিক মানের বিদেশি ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় সরকারের অনুমোদনপ্রাপ্ত। আমরাই প্রথম বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত ফরেন ইউনিভার্সিটির শাখা চালু করেছি। ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২৬৫তম, বিশ্বের শীর্ষ ১% ইউনিভার্সিটির তালিকায় এবং এশিয়ার সেরা ইউনিভার্সিটির মধ্যে ৪৫, দক্ষিণ-পূর্ব এশিয়ায় নবম অবস্থানে রয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি। মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত কোর্স কারিকুলাম ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ক্যাম্পাসে পড়ানো হয়। এ কারিকুলাম শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃষ্টিশীল চিন্তাধারার উন্নয়নে যেমন সহায়ক, তেমনই তাদের ক্যারিয়ার সম্ভাবনা নতুন উচ্চতায় নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য আছে বিশ্বের শীর্ষ ইউনিভার্সিটিগুলোতে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা। বিশ্বের শীর্ষ ১% ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার নামকরা ইউনিভার্সিটিগুলোতে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় অবস্থিত মূল ক্যাম্পাসে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ সুবিধা প্রদান করছি। ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়। মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ডিগ্রির ফলাফল ও প্লেসমেন্ট টেস্টের ফলাফলের বিবেচনায় স্কলারশিপ প্রদান করা হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমাদের ক্যাম্পাস ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও বিশেষ শিক্ষাসহায়তা প্রদান করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে পর্যাপ্ত স্কলারশিপের সুযোগ। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ইউনিভার্সিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ক্যারিয়ার গড়তে উন্নত মানবসম্পদ তৈরিতে ইউসিএসআই ইউনিভার্সিটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।