গত বছর অক্টোবরে ভারত সফরে সর্বশেষ খেলেছেন সাকিব আল হাসান। তারপর রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি এবং বাংলাদেশ দলের হয়েও খেলতে পারেননি। পরবর্তীতে বোলিং অ্যাকশনে ত্রুটি শণাক্ত হওয়ায় সব ধরণের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও পেয়েছেন। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে নেই তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন এখন সাকিবকে নিয়ে আলোচনা তার কাছে যুক্তিসম্মত মনে হচ্ছে না।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাত ১টায় আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে উঠবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বুধবার শেষ দিন দলগত অনুশীলন ও আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। অফিসিয়াল সংবাদ সম্মেলনে শান্ত দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন। এ সময় সাকিব আল হাসান সম্পর্কে প্রশ্ন ছোঁড়া হয়েছে তার দিকে। তখন শান্ত বলেছেন,‘’হ্যাঁ অবশ্যই মিস করব।’’

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ইংল্যান্ডে। সেবার সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আর সেটি নিশ্চিত হয়েছে সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফর্ম্যান্সে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৬৬ রানের টার্গেটে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব-মাহমুদুল্লাহ ২২৪ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। 

সাকিব-মাহমুদুল্লাহ জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দেন এবং বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে। এবার সেই সাকিব নেই। তাকে বাংলাদেশ দল বেশ মিস করবে নিঃসন্দেহে। শান্তও সেটি স্বীকার করেছেন। কিন্তু পরক্ষণেই বলেছেন,‘‘আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করব। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।’’

সর্বশেষ ৩টি সিরিজ বাংলাদেশের হয়ে খেলতে পারেননি সাকিব আল হাসান। বোলিংও করতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। সে জন্যই শান্ত এখন সাকিবকে নিয়ে আলোচনার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews