কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলা থেকে এবার মোট ১ হাজার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে শতভাগ পাশ করেছে ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে কুমিল্লা জেলা থেকে শতভাগ পাশ করেছে ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম কুমিল্লা বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কোনো শিক্ষক বহিস্কৃত না হলেও ৩ জন শিক্ষার্থী বহিস্কৃত হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews