মাঝে খানিক বিরতির পর ফের ওটিটি পর্দায় উঠছে আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন সিরিজ। নাম ‘গুলমোহর’। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন শাওকী।

এদিকে, ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখতে যাচ্ছেন এই গুণী অভিনেতাকে।







এ বিষয়ে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

নির্মাতা শাওকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ’শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’

মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরও একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ’ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়?

নির্মাতা আগেই জানিয়েছেন, এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই মিস্ট্রি আর ড্রামার আনাগোনা?

‘গুলমোহর’ সিরিজে ইন্তেখাব দিনার





এদিকে এই সিরিজের আরেক অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, “গুলমোহর’ একটি পরিবারের মধ্যেকার বিশ্বাস-অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। আর শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছে যে তাকে ম্যাজিশিয়ান বলেতই হয়।”

গুলমোহর’-এর আরেক অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “গুলমোহর’ হল পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে।”

‘গুলমোহর’ সিরিজে মোস্তাফিজুর নূর ইমরান





মূলত, ‘গুলমোহর’-এর সঙ্গে ক্ষমতা–লোভ, বিশ্বাস–অবিশ্বাস, সম্পর্ক, পরম্পরা–কর্মফলের মতো বিষয়গুলোকে জড়িয়েছেন অভিনয়শিল্পীরা। নির্মাতার মুন্সিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকদের সামনে, সেটাই এখন দেখার পালা।

বলা প্রয়োজন, ৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ’গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে।

‘গুলমোহর’ সিরিজে সারিকা সাবাহ





শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান ছাড়াও এতে করেছেন সারা জাকের, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

উল্লেখ্য, ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে শাওকী নির্মিত চরকি অরিজিনাল ‘গুলমোহর’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews