ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত পুরুষ (৩০) এক পথচারী নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম।

তিনি জানান, শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পিবিআই তার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews