‘এ কেমন ফুটবল’ শিরোনামে ৪ মে বাংলাদেশ প্রতিদিনের মাঠে ময়দানে পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়; যার প্রতিবাদ জানিয়েছে মোহামেডান সমর্থক দল। সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম রফিকউদ্দিন স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে, ‘প্রতিবেদনটি ছিল একপেশে। মোহামেডান রেফারির সাহায্য নিয়ে খেলেছে এমন নজির নেই। উল্টো প্রতিপক্ষের ফাউলের শিকার হলেও রেফারি তা এড়িয়ে গেছেন। মারাত্মক ফাউলের পরও প্রতিপক্ষ দলকে কার্ডও দেখানো হয়নি। সে ক্ষেত্রে ম্যাচে মোহামেডানের পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না। মোহামেডান মাঠে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে, টেবিলে নয়। সুতরাং এ ধরনের প্রতিবেদন আমরা মানতে পারছি না বলেই প্রতিবাদের আশ্রয় নিয়েছি।’