প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা ত বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে তিস্তা নদীর দুই তীরের ১১টি উপজেলায় একযোগে মানববন্ধন,সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার  তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে তিস্তা পাড়ের শত শত মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ১১ উপজেলার নির্বাহী অফিসারের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।  

রংপুরের তিস্তা তীরের কাউনিয়া উপজেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী,কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজার রহমান, আশিকুর রহমান, গনেশ শর্মা, হাতিবান্ধা উপজেলায় ছিলেন সাধারণ সম্পাদক শফিয়ার রহমান,কেন্দ্রীয় নেতা ওসমান গনি, এডভোকেট মশিউর রহমান, লালমনিরহাট উপজেলায় সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, কেন্দ্রীয় নেতা চিত্ত রঞ্জন বর্মন, কালিগঞ্জ উপজেলায় ছিলেন কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম হেলাল, পীরগাছা উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা বাবুল আকতার, রফিকুল ইসলাম, গংগাচড়া উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, মাহমুদ আলম, রাজারহাট উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, সাজু সরকার সরকার, উলিপুরে ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য মশিয়ার রহমান, কেন্দ্রীয় নেতা মোশাররফ মুন্সি, আজিতমারীতে ছিলেন কেন্দ্রীয় নেতা দীলিপ কুমার, এডভোকেট মঞ্জু, ডিমলা উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য এড. মোজাফ্ফর হোসেন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক নুরমহাম্মদ খান, জলঢাকা উপজেলায় ছিলেন কেন্দ্রীয় নেতা গোলাম পাশা এলিস ও মাইদুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা, উপজেলা সভাপতি সাজু মুন্সি,হাবিবুর রহমান। স্মারকলিপিতে ছয়দফা দাবি তুলে ধরা হয়।  

বিডি প্রতিদিন/এএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews