চলতি বছরের শুরুতে ঘোষণা এসেছিল সালমান খান অভিনীত আসন্ন সিনেমা ‘সিকান্দার’ এর। যেখানে প্রথমবারের মত জুটি বাঁধবেন সালমান খান ও দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার শোনা যাচ্ছে, ছবিতে নির্মাতারা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন।
সূত্রের খবর, ছবিতে যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। কিন্তু যে ছবিতে রাশমিকা মুখ্য চরিত্রে রয়েছেন, সেই ছবিতেই কাজলকে কোন চরিত্রে দর্শক দেখবেন তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে।
এদিকে সালমান, রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা সত্যরাজ। আরও রয়েছেন প্রতীক বারবারও। গেল জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’-এর শুটিং। যেখানে ৪৫ দিনের শিডিউলে প্রথম লটের অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেন সালমান। সেখানেই মূলত পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা।
জানা গেছে, মুম্বাইয়ে শুটিং সেট তৈরি করতে প্রযোজক সাজিদ নাডিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। মুম্বাই পর্বের পর শিগগিরি ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে।
আগামী বছর ঈদে মুক্তি পাবে পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত ছবি ‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্মাতাদের দাবি অ্যাকশন ভিত্তিক এই ছবিতে সালমান নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য সব ক্ষেত্রেই বাজেটের কোন কমতি রাখতে চাইছেন না নির্মাতারা।- পিঙ্কভিলা