রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি (মিউরেট অফ পটাশ) সার রয়েছে। এই সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৪৫২ কোটি এক লাখ টাকা।



মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।



বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা'আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পঞ্চম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সৌদি আরবের মা'আদেন থেকে এই সার কিনতে ব্যয় হবে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৮৪ মার্কিন ডলার।



এ ছাড়া, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দশম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক কর্পোরেশনের (প্রোডিন্টর্গ) কাছ থেকে এই সার কিনতে ব্যয় হবে ১১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৩ মার্কিন ডলার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews