টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং আর্কিটেকচার পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় এক লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া বিকালের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নেবেন। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দেবেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, ‘সি’ ও ‘বি’ ইউনিটের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্য কেন্দ্র এবং পরীক্ষা চলাকালে অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরদের সঙ্গে সভা করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যরা পরীক্ষার সব প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।

আহ্বায়ক গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ‘সি’ ও ২ মে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষার মতো ৯ মে অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়েও সংশ্লিষ্ট  প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একইসঙ্গে তিনি এই বৃহৎ পরিসরে আয়োজিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে তাঁদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করার জন্য অনুরোধ করেন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী পরীক্ষায় তাদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২ মে অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয় ৫ মে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews