কুমিল্লার লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আচার তৈরির কারখানা সিলগালা ও জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা মালিক লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার শামসুল ইসলামকে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও কাউছার হামিদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।