ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিন করে আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১২ এপ্রিল আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেই রিমান্ড শেষে পল্টন থানার আরও দুই মামলায় রোববার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। যার মধ্যে শাপলা চত্বরে হেফাজতের অবস্থানকে ঘিরে সহিংসতার ঘটনায় একটি এবং হেফাজতের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে হওয়া আরেকটি মামলা রয়েছে।

আজিজুল হক ইসলামাবাদীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
কেআই/এমজেএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews