২১তম বাফটা গেইম অ্যাওয়ার্ডসে সেরা গেইম’সহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে প্লেস্টেশন গেইম অ্যাস্ট্রো বট।
প্লেস্টেশনের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এ প্ল্যাটফর্ম গেইমইটি অ্যানিমেশন, অডিও অ্যাচিভমেন্ট, ফ্যামিলি ও গেইম ডিজাইনের জন্য পুরস্কার জিতেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা একটি ব্রিটিশ অলাভজনক সংস্থা যারা প্রতি বছর চলচ্চিত্র, টেলিভিশন, টেলিভিশন শিল্প, ভিডিও গেইমস ও বিভিন্ন ধরনের এনিমেশন ছবির সেরা কাজ নির্বাচন করে।
অ্যাস্ট্রো বট-এর পাশাপাশি স্কটিশ ড্রিলিং প্ল্যাটফর্মে তৈরি ব্রিটিশ গেইম ‘স্টিল ওয়েকস দ্য ডিপ’ তিনটি পুরস্কার জিতেছে, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অ্যালেক নিউম্যান এবং সহ চরিত্রে অভিনয় করেছেন কারেন ডানবার।
ব্রিটিশ গেইমের জন্য পুরস্কার জিতেছে ইয়র্কশায়ারের স্টুডিও ‘কোল সাপারের থ্যাংক গুডনেস ইউ আর হেয়ার!’ গেইমটি।
১১টি মনোনয়ন নিয়ে বাফটা গেইম অ্যাওয়ার্ডসের মাঠে নেতৃত্ব দিয়েছে ‘সেনুয়ার সাগা: হেলব্লেড ২’ গেইমটি। বাফটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট পুরস্কার জিতেছে এটি।
বাফটা অভিষেক গেইমের জন্য পুরস্কার জিতেছে পোকার থিমওয়ালা ‘বালাত্রো’।
‘হেলডাইভার্স ২’ গেইমও দুটি বাফটা পুরস্কার জিতেছে, যেখানে ন্যারেটিভের জন্য পুরস্কার জিতেছে ‘মেটাফোর: রেফান্টাজিও’ এবং এন্টারটেইনমেন্টের জন্য পুরস্কার জিতেছে ‘টেলস অফ কেনজেরা: জাউ’ গেইম।
এদিকে, ভিডিও গেইমে সংগীতে অবদান রাখার জন্য বাফটা ফেলোশিপ পুরস্কার পেয়েছেন সুরকার ইয়োকো শিমোমুরা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ‘কিংডম হার্টস’ গেইম সিরিজে তার কাজ।