আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ৩২ বছর বয়সী মারুফ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বিসমাহ।

পাকিস্তানের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বিসমাহর। ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 

এই স্পিন অলরাউন্ডার ৮০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৬২৬২ আন্তর্জাতিক রান করেছেন। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ। 

অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিসমাহ মারুফ। 

সবমিলিয়ে নারীদের চারটি ওয়ানডে বিশ্বকাপ এবং ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বিসমাহ। ২০২১ সালের আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিসমাহ। সে বছরই ডিসেম্বরে ফিরেছেন মাঠে। এরপর বিভিন্ন টুর্নামেন্টে কন্যাসন্তানকে নিয়েই খেলতে গিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। 



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews