ফাস্ট চার্জিং প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করতে নতুন ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ব্যবস্থার ডেমো দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন এ ওয়্যারলেস চার্জার দুনিয়ার ফাস্টেস্ট ওয়ারলেস চার্জিং টেকনোলজি বলেও দাবি প্রতিষ্ঠানটির।

শাওমি বলছে, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এ চার্জার দিয়ে মাত্র ৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। অনেকদিন ধরেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল শাওমি। নতুন এ ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা অন্য যে কোনো প্রতিষ্ঠানের চার্জিং ব্যবস্থাকে হার মানাবে। বাজারে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইতোমধ্যেই সর্বোচ্চ চার্জিং গতি শাওমির।

প্রতিষ্ঠানের এমআই ১০ আলট্রা স্মার্টফোনের ৫০ ওয়াটের ওয়্যারলেস প্রযুক্তিতে সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৪০ মিনিট। সম্প্রতি আরেক চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো ঘোষণা দিয়েছে যে, ৬৫ ওয়াটের চার্জিং প্রযুক্তিতে চার হাজার এমএএইচ ব্যাটারি পুরোপুরি চার্জ হবে ৩০ মিনিটে। তবে এখন পর্যন্ত এ প্রযুক্তির কোনো স্মার্টফোন বাজারে আনেনি প্রতিষ্ঠানটি।

নতুন ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির স্মার্টফোন কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি শাওমি। কয়েক বছর ধরেই দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনছে এ প্রতিষ্ঠানটি। এমনকি আগামী বছর ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি বাজারে আনবে তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews