প্রতি ঈদের মতো এবারও এই উৎসবের জন্য নাটক নির্মাণ করলেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। এবার তাঁর নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। সামাজিক বক্তব্য ঘেরা এ নাটকের গল্প তৈরি হয়েছে শাহেদ ও সুমী নামের এক দম্পতিকে ঘিরে। তাদের পরিবারে দাম্পত্য কলহ লেগে থাকে। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধুবান্ধবের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ  করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এভাবেই এগিয়েছে ঘরের কথা ঘরেই থাক নাটকের কাহিনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আবদুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিস ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল প্রমুখ। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews