পুরান ঢাকার বাহাদুর শাহ উদ্যানের আশেপাশে থাকা সুবিধাবঞ্চিতদের মাঝে রবিবার (১৬ মার্চ) ইফতার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
এ সময় জবি শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখের নেতৃত্বে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক সাকেরুল ইসলাম, সদস্য মারুফা ইয়াসমিন, মায়া আক্তার, সাদিয়া জামান, রেশমী আক্তার, নুসরাতি রহমান, বুশরাত, জিসান জিহাদ, মেহেদী, রিয়াদ হাসান, মো. হাসান, তৌফিক হাসান, শিপন আহমেদ, শামসুন নাহার মুক্তা, মোহন, সুহাইল, তাহমিদ রাদ ও শাহরিয়াজ রাতুল।
ইফতার উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত শিশুরা। নিজের অনুভূতি প্রকাশ করে শিহাব বলেন, 'সকাল ও দুপুরে কিছুই খাইনি। পুরান ঢাকার আশপাশের এলাকা থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে প্রতিদিন ৪০ টাকা পাই। এই টাকা দিয়ে খাবার পাওয়া যায় না। বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে অনেক খুশি। সারাদেশের অভুক্ত মানুষের জন্য বসুন্ধরা শুভসংঘ যেন তাদের কার্যক্রম অব্যাহত রাখে।'
সুবিধাবঞ্চিত রহিমা আক্তার বলেন, 'আমি কামরাঙ্গীর চরে থাকতাম। আমার মা মারা যাওয়ার পর বাবা ঘর থেকে বের করে দিছে। তখন থেকে এই বাহাদুর শাহ পার্কই আমার আশ্রয়স্থল। কেউ খাবার দিলে খায়, না পাইলে সারাদিন অভুক্ত থাকি। বসুন্ধরা শুভসংঘের খাবার পেয়ে আমি আনন্দিত। আমার অভুক্ত সন্তানকেও তারা আজকে খাবার খাওয়ায়েছে। আশা করি, আমার মত অসহায়দের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ সবসময় কাজ করে যাবে।'
এ ব্যাপারে শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, 'শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানুষের জন্য কাজ করতে পারলে অনেক ভালো লাগে। তিনি বলেন, বাহাদুর শাহ উদ্যানে ইফতার বিতরণ শেষে আমরা ক্যাম্পাসে এসে শুভসংঘের সকল সদস্য মিলে একসঙ্গে ইফতার করেছি। সম্প্রীতির মেলবন্ধনে সবাইকে একত্র করতে পেরে শুভসংঘকে ধন্যবাদ জানাই।'
বিডি প্রতিদিন/মুসা