সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের (হিমালয়ের পশ্চিম অংশ) চারপাশে বাঁক নেওয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে। নাঙ্গা পর্বতের কাছে এই গিরিখাতের গভীরতা প্রায় ১৪ হাজার ৮০০ ফুট থেকে ১৭ হাজার ১০০ ফুট পর্যন্ত। গবেষকেরা বিশ্বাস করেন, সিন্ধু নদী চলার পথে অন্য জলধারার সঙ্গে মিশে যাওয়ায় এবং দিক পরিবর্তন করার ফলে এর তলদেশে যে ব্যাপক ক্ষয় হয়েছে, তাতে ওই অঞ্চলের মধ্যম ও নিম্ন ভূত্বকীয় শিলার স্তরগুলি উন্মুক্ত হয়ে গেছে।