এর আগে হইচই থেকে, ‘জিম্মি’র একটি প্রাথমিক গল্প জানানো হয়েছে সংবাদমাধ্যমে। এটা পরিষ্কার যে ‘জিম্মি’তে একটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী। গল্পে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ কর্মচারী। এক দশক ধরে তাঁর কপালে জোটেনি কোনো প্রমোশন। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। তবু তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকার বাক্স পান ওই নারী।