সম্প্রতি এক নতুন গবেষণায় বলা হয়েছে, মাশরুম বা ছত্রাকরা একে অপরের সঙ্গে ৫০টি আলাদা শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। এই গবেষণাটি "রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স"-এ প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা ছত্রাকের হাইফে বৈদ্যুতিক সংকেতের প্যাটার্ন শনাক্ত করেছেন, যা একটি ভাষার মতো আচরণ করে।

গবেষকরা ছত্রাকের হাইফে ছোট ছোট ইলেকট্রোড ব্যবহার করে বৈদ্যুতিক সংকেত রেকর্ড করেন এবং লক্ষ্য করেন, এই সংকেতগুলি দ্রুত প্রবাহিত হয়ে একাধিক প্যাটার্ন তৈরি করে, যা ৫০টি আলাদা শব্দের মতো হয়ে যোগাযোগ প্রতিষ্ঠা করে। এসব সংকেতের মাধ্যমে ছত্রাকরা খাবারের প্রাপ্যতা বা আঘাতের মতো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারে।

এই আবিষ্কারটি ছত্রাকের জটিল জীববৈচিত্রিক নেটওয়ার্কের নতুন দিক উন্মোচন করেছে এবং তাদের পরিবেশের সঙ্গে যোগাযোগের পদ্ধতিতে এক বিপ্লব ঘটাতে পারে। গবেষকরা মনে করছেন, ভবিষ্যতে এই বৈদ্যুতিক সংকেতের প্যাটার্ন ছত্রাকের আচরণ এবং তাদের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া বোঝার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে।

সূত্র: দি রয়েল সোসাইটি পাবলিশিং



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews